ওয়াল স্ট্রিট জার্নালের একটি সাম্প্রতিক প্রতিবেদন অনুসারে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন ধনকুবের ইলন মাস্কের মধ্যে ২০২২ সাল থেকেই নিয়মিত যোগাযোগ রয়েছে। প্রতিবেদনে বলা হয়, এই দুই ক্ষমতাধর ব্যক্তি ব্যবসা, ভূরাজনীতি এবং ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা করেন। তবে রুশ কর্তৃপক্ষ এবং ইলন মাস্ক উভয়েই এই প্রতিবেদনের মূল দাবি প্রত্যাখ্যান করেছে।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, পুতিন এবং মাস্কের মধ্যে মাত্র একবারই ফোনালাপ হয়েছে, তাও ২০২২ সালে, যেখানে বিজ্ঞান-প্রযুক্তি এবং মহাকাশ সংক্রান্ত আলোচনা হয়েছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে মাস্কও এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন। তবে ইউরেশিয়া গ্রুপের প্রতিষ্ঠাতা ইয়ান ব্রেমার দাবি করেন, ইউক্রেন সংঘাত নিয়ে পুতিনের সঙ্গে মাস্কের বার্তালাপ হয়েছে এবং সেখানে পুতিন ইউক্রেন যুদ্ধ সমাপ্তির বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।
ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে দাবি করা হয়, মাস্ক ও পুতিনের আলোচনার বিষয়টি গোপন রাখার চেষ্টা করেছে মার্কিন প্রশাসন। মার্কিন কর্মকর্তারা এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন, বিশেষত মাস্কের প্রতিষ্ঠিত স্পেসএক্সের সঙ্গে নাসা ও মার্কিন সেনাবাহিনীর ঘনিষ্ঠ সম্পর্ক থাকায়। নাসার প্রশাসক বিল নেলসন জানান, বিষয়টি সত্য হলে তা তদন্ত হওয়া উচিত।
এদিকে, মার্কিন জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র জন কিরবি সাংবাদিকদের জানান, ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনটি তাদের নজরে এসেছে। তবে এ বিষয়ে হোয়াইট হাউস কোনো নিশ্চিতকরণের দায়িত্বে নেই।
প্রতিবেদন অনুযায়ী, পুতিন নাকি মাস্ককে তাইওয়ানে স্টারলিংক ইন্টারনেট সেবা চালু না করতে অনুরোধ করেছিলেন, যা চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের অনুরোধে করা হয়।